বিনোদন
অভিশপ্ত অভিনেত্রীর সঙ্গে কাজ করেই অপমৃত্যু শ্রীদেবীসহ অনেকের
এই অভিনেত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনবরত ট্রোল করা হচ্ছিল। বলা হচ্ছিল, তিনি অভিশপ্ত। এবার সেই সমালোচনার শক্ত জবাব দিলেন অভিনেত্রী প্রিয়া আনন্দ।
অভিনেত্রী প্রিয়া আনন্দকে লক্ষ্য করে বলা হয় তিনি অপয়া ও অভিশপ্ত। তার সঙ্গে কাজ করার পরেই মৃত্যু হয় শ্রীদেবী ও জেকে রীতেশের।
এরা দুজনেই প্রিয়ার সহকর্মী হয়ে কাজ করেছেন। প্রিয় আনন্দকে নিয়ে আরো মন্তব্য করা হয় ‘যেই প্রিয়ার সঙ্গে কাজ করে তারা মারা যায়।’
শ্রীদেবীর সঙ্গে ‘ইংলিশ ভিংলিশ’ এবং সম্প্রতি ‘এলকেজি’ নামে একটি ছবিতে অভিনেতা-রাজনীতিক জেকে রীতেশের সঙ্গে কাজ করেছিলেন প্রিয়া। কয়েকদিন আগেই জেকে রীতেশ হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন। গত বছর ২৪ ফেব্রুয়ারি বাথটাবের জলে ডুবে দুর্ঘটনায় মৃত্যু হয় শ্রীদেবীর।
নিজের প্রতি করা ট্রোলের জবাব দিতে গিয়ে প্রিয়া বলেছেন, ‘আমি সাধারণত এ ধরনের লোকেদের কথার উত্তর দিই না। কিন্তু আমি আপনাদের বলতে চাই আপনাদের এই মন্তব্য অত্যন্ত অসংবেদনশীল।…’
সামনে প্রিয়াকে দেখা যাবে আদিত্য বার্মার ছবিতে। এছাড়া তেলুগু, তামিলের সঙ্গে হিন্দি ছবিতেও সমানতালে কাজ করেছেন প্রিয়া আনন্দ।