বরিশাল
আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষা কর্মকর্তার মৃত্যু
বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় কৃতার্থ হালদার নামে প্রাথমিক শিক্ষা অফিসের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে রাজিহার ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কৃতার্থ হালদার উপজেলার রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের হরে কৃষ্ণ হালদারের ছেলে ও মাদীপুর সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের রিসোর্স সেন্টারের কর্মকর্তা ছিলেন।
স্থানীয়রা জানান, রবিবার অফিস শেষে বিকেলে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ঢাকা বরিশাল মহাসড়কে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর অবস্থায় স্থানীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। রবিবার রাতেই ধর্মীয় অনুষ্ঠান শেষে নিজ বাড়ির পারিবারিক শ্মশানে তার অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।