আইন-আদালত
আটক জেএমবি সদস্যের দুইদিন রিমান্ড
মাদারীপুরে নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র সামরিক শাখার আ’লিক কমান্ডারকে আটক করেছে র্যাব। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৪টি উগ্রপন্থী বই, ৩টি উগ্রপন্থী পাসপোর্ট সাদৃশ্য বই ও ৮২৪ টি বিভিন্ন উগ্রপন্থী দাওয়াতি লিফলেট।
আটককৃত জেএমবি সদস্য’র নাম মোহাম্মদ মানিক বেপারী ওরফে বেপারী মানিক (২৪)। সে মাদারীপুর সদর থানাধিন চরপখিরা এলাকার মোহাম্মদ বেপারীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ অক্টোবর অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-৮ এর একটি অভিযানিক দল।
মঙ্গলবার বরিশালের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন মাজিষ্ট্রেট আদালতের বিচারক মো. মারুফ আহমেদ জেএমবি সদস্য মানিককে আরো জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব-৮ এর সহকারী পরিচালক আবুল কালাম আজাদ তাকে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেছিল।