বরগুনা
আমতলীতে নির্বাচনী সহিংসতায় ইউপি চেয়ারম্যানসহ আহত ৪
আমতলীর গুলিশাখালী ইউনিয়নের বাইনবুনিয়া গ্রামে শনিবার সকালে সাড়ে ১০টার সময় এক নির্বাচনী সহিসংতায় ওই ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল ইসলামসহ ৪ জন দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছে। আহতদের আমতলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১০টার সময় গুলিশাখালী ইউপি চেয়ারম্যান তার ৩ সহযোগি নিয়ে একটি অটো যোগে আমতলী থেকে গুলিশাখালীর ইউপি কার্যালয় গোছখালী যাচ্ছিল। সকাল সাড়ে ১০টার সময় অটোটি বাইনবুনিয়া নামক গ্রামে পৌছামাত্র একদল দুবৃত্ত ঘোড়া প্রতিকের সমর্থক গুলিশাখালী ইউপি আওয়ামীলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট মো. নুরুল ইসলামের উপর হামলা চালায়।
এসময় ওই অটোতে থাকা মো. স্বপন মোল্লা (৪০), মো. শহীদুল ইসলাম জোমাদ্দার (৪৭) ও মো. হারুন অর রশিদ ঘড়ামী (৪৮) আহত হয়। আহতদের উদ্ধার করে আমতলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাশার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এঘটনায় এখনো কেউ অভিযোগ দাখিল করেনি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।