বরগুনা
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
আমতলী মহিলা কলেজ-তালুকদার হাট সড়কের পাতাকাটা নামক স্থানে রবিবার দুপুর ১২টায় ত্রি হুইলার যান্ত্রিক যান মাহেন্দ্রা উল্টে ছালমা (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। ছালমা হলদিয়া ইউনিয়নের দক্ষিণ রাওঘা গ্রামের মৃত মজিদ খানের স্ত্রী।
রবিবার সকালে আমতলীতে জমিজমা সংক্রান্ত কাজ সেরে ছালমা আমতলী একেস্কুল থেকে মাহেন্দ্রা যোগে বাড়ি যাচ্ছিল। মাহেন্দ্রাটি বেপরোয়া গতির কারনে পাতাকাটা নামক স্থানে যাওয়া মাত্র উল্টে সড়কের পাশের খাদে পরে যায়।
এসময় মাহেন্দ্রার নীচে চাপা পরে মাথায় আঘাতের কারনে গুরতর আহত হন ছালমা। হাসপাতালে আনার পথে সে মারা যায়। দুর্ঘটনায় রহিম বয়াতি (৭০) নামে আরেক যাত্রী গুরতর আহত হন। তাকে আমতলী হাসপাতালে ভর্তি করা হয়।