আইন-আদালত
আমানতগঞ্জ বিদ্যুৎ অফিসের লাইনম্যানের বিরুদ্ধে মামলা
বরিশাল আমানতগঞ্জ বিদ্যুৎ অফিসের লাইনম্যান শাহ আলমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। ২৬ নভেম্বর সোমবার বরিশালের ভারপ্রাপ্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ বিচারাধীন আদালতে মামলাটি দায়ের করেন নগরীর চহঠা গ্রামের রফিকুল ইসলাম খান। অভিযোগে তিনি বলেন, শাহ আলমের সাথে তার সুসম্পর্ক ছিল।
তিনি বৈদ্যুতিক মিটার, ক্যাবল কিনে গ্রাহকদের নিকট বিক্রি করে লাভবান হওয়ার মৌখিক চুক্তি করে। রফিকুল তার কথায় রাজি হয়ে ২০১১ সালের ২ ফেব্রুয়ারী ২৮ লাখ টাকার মালামাল কিনে দেন। শাহ আলম তার কর্ম এরিয়া ঝালকাঠি জেলার বিভিন্ন এলাকায় ১শ ১২ টি মিটার সংযোগ দিয়ে ২৮ লাখ টাকার সাথে আরও ৭ লাখ ৭০ হাজার টাকা নগদ গ্রহণ করেন।
লাভ সহ মূলধন ফেরত চাইলে তিনি দেই দিচ্ছি বলে ঘুরাতে থাকে। রফিকুল গত ১৯ এপ্রিল শাহ আলমের বিরুদ্ধে উর্দ্ধতন কর্মকর্তার নিকট অভিযোগ দাখিল করলে ১০ জুন ২ লাখ টাকা দেন এবং বাকি টাকা কিছু দিনের মধ্যে পরিশোধ করার অঙ্গীকার করেন। এরপর শাহ আলম যোগাযোগ বন্ধ করে দিয়ে বদলী হয়ে বরিশাল আমানতগঞ্জ বিদ্যুৎ অফিসে যোগদান করেন।
গত ২৪ নভেম্বর বিবির পুকুর পাড়ে দেখা হলে পাওনা টাকা দাবি করলে শাহ আলম সবকিছু অস্বীকার করে তাকে খুন জখমের হুমকি দেয়।এধরনের অভিযোগ দাখিল করলে আদালত তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই সদস্যদের আদেশ দেন বলে আদালত সূত্র জানায়।