বরিশাল
ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ হত্যার ঘটনায় বিক্ষোভ
বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টুর হত্যাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার উপজেলার কারফা বাজারে এলাকাবাসীর ব্যানারে ঘন্টাব্যাপী এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এসময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- উজিরপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সলিল কুমার মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান ঢালী প্রমুখ।
মানববন্ধনে নিহতের বাবা মুক্তিযোদ্ধা সুকলাল হালদারসহ স্বজনরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় কারফা বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইউপি চেয়ারম্যান বিশ^জিৎ হালদার নান্টু। এঘটনায় ৪০ জনের বিরুদ্ধে উজিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যে আটক ৮ জনকে গ্রেফতার শেষে কারাগারে প্রেরণ করেছে আদালত।