পিরোজপুর
ইন্দুরকানীতে প্রতিবন্ধী দিবস পালিত
‘সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্য সামনে রেখে ইন্দুরকানীতে নানা আয়োজনে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। পাড়েরহাট ইউনিয়ন পরিষদ ও রিকল-২০২১ প্রকল্পের যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার পাড়েরহাট ডিডিজের সম্মেলনকক্ষে পাড়েরহাট শাখা ম্যানেজার অহেদুজ্জামান খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিকল পিরোজপুর জেলা সমন্বয়কারী কৃষিবিদ বশির আহমেদ, বিশেষ অতিথি ছিলেন পাড়েরহাট ইউপি সদস্য মো. এনায়েত শিকদার, ইন্দুরকানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গাজী আবুল কালাম, পাড়েরহাট ইউপির সংরক্ষিত আসনের সদস্য আসমা বেগম, রিকল-২০২১ প্রকল্প সহকারী হুমায়উন কবির, দেবদাস ডাকুয়া প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রিকল প্রকল্প সদস্য বিজলি রানি। প্রধান অতিথি কৃষিবিদ বশির আহমেদ তার বক্তেব্যে বলেন, প্রতিবন্ধীরা দেশ ও সমাজের বোঝা নয়, তারা দেশের সম্পদ। আমাদের একটু সহযোগিতা পেলে তারাও হয়ে উঠবে দেশের জনসম্পদ রূপে, যদি আমরা সবাই যার যার অবস্থান থেকে একটু সহনুভূতির হাতটা এগিয়ে দিতে পারি।