পটুয়াখালী
ইলিশ শিকারে নিষেধাজ্ঞা বাতিলের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন
সাগরে ইলিশ শিকারে ৬৫ দিনের অবরোধের সময়সীমা বাতিলসহ পুনঃনির্ধারণের দাবিতে কলাপাড়ায় জেলে, ট্রলার ও আড়ত মালিক, ব্যবসায়ীসহ এ পেশায় নিয়োজিত শ্রমিক এমনকি পেশা সংশ্লিষ্ট দোকানিরা মানববন্ধন করেছে।
শনিবার সকাল ১০টা থেকে বেলা কুয়াকাটাগামী মহাসড়কের শেখ রাসেল সেতুর ওপর এ মানববন্ধন সমাবেশ করে। কুয়াকাটা, মহিপুর, আলীপুরসহ এ অঞ্চলের হাজার হাজার মানুষ এ কর্মসূচিতে অংশ নেয়। জেলে পেশাসহ এব্যবসা টেকাতে হাজার হাজার মানুষ আন্দোলনে নামেন। আগামি ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে ইলিশ শিকারের লম্বা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জেলেরা পরবর্তিতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন বলে তাদের বক্তব্যে জানান।
বক্তরা বলেন, মেরিন ফিশারিজ অর্ডিনেন্স ১৯৮৩ এর ধারা ১৮ সংশোধন করে ধারা ১৯ এর পূণঃসংশোধন পূর্বক ফিশিং ট্রলারসহ সকল ইঞ্জিন চালিত নৌকায় মাছ ধরার সুযোগ দেয়ার দাবি জানায়। সমাবেশে বক্তব্য রাখেন, মৎস্য আড়তদার সমবায় সমিতির সভাপতি দিদার উদ্দিন আহম্মেদ মাছুম বেপারী, লতাচাপলী ইউনিয়ন চেয়ারম্যান ও কুয়াকাটা ও আলীপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লা, মহিপুর ট্রলার মালিক সমিতির সভাপতি দেলোয়ার গাজী, মৎস্য ব্যবসায়ী ফজলু গাজী, ট্রলার মালিক আসাদুজ্জামান দিদার ও জলিল হাওলাদার প্রমুখ।