বরিশাল
উজিরপুরে আ’লীগের নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগে মামলা
বরিশাল-২ আসনের (উজিরপুর-বানারীপাড়া) উজিরপুরের শোলক ইউনিয়নের ধামুড়া বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের নির্বাচনি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় শনিবার (২২ ডিসেম্বর) রাতে শোলক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম সরদার বাদী হয়ে বিএনপির ২৬ জনের নাম উল্লেখসহ ৫১ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলার বাদী সিরাজুল ইসলাম জানান, শনিবার রাতে কয়েকজন নেতাকর্মী ধামুড়া এলাকার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অফিসে বসেছিলেন। এসময় ছাত্রদল নেতা জুয়েলের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল সেখানে অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়। এসময় দুই ছাত্রলীগ নেতাসহ কমপক্ষে ৫ নেতাকর্মী আহত হন।
এদিকে শোলক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন জমাদ্দারসহ একাধিক নেতাকর্মী অভিযোগ অস্বীকার করে জানান, বর্তমানে হামলা-মামলায় এমন পরিস্থিতি যে, বিএনপির নেতাকর্মীরা ঘর থেকেই বের হতে পারছেন না। তাহলে কীভাবে আমরা আওয়ামী লীগের অফিসে হামলা চালালাম। আসলে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেরাই তাদের অফিস ভাঙচুর করেছে
উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার পাল জানান, আওয়ামী লীগের অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির ৫১ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তবে বিএনপির অফিস ভাঙচুরের ব্যাপারে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পেলে অবশ্যই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।