বরিশাল
উজিরপুরে ইয়াবাসহ চিকিৎসক আটক
বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা বন্দর থেকে ইয়াবাসহ মাসুদুল হক মানিক পাইক (৪২) নামের এক পল্লী চিকিৎসককে আটক করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। আটককৃত মানিক ওই এলাকার সেকেন্দার পাইকের পুত্র।
এ ঘটনায় মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে আটককৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ওসি ফিরোজ কবির তথ্যের সত্যতা নিশ্চিত করেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ধামুরা বন্দর এলাকার শোলক ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি ওষুধের ফার্মেসীতে তল্লাশী চালানো হয়। এসময় ওই ফার্মেসীর মালিক পল্লী চিকিৎসক মানিকের দেহ তল্লাশী করে ৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় জেলা গোয়েন্দা ডিবি পুলিশের এসআই মিজানুর রহমান বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।