বরিশাল
উজিরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষিকা নিহত
উজিরপুরে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।
তিনি ঝালকাঠী জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলতাফ হোসেন এর স্ত্রী, উজিরপুর উপজেলার মুন্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মুন্নুজান বেগম(৪৫)।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় নিজ কর্মস্থল থেকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামানের মোটরসাইকেলে ইচলাদী বাসস্টান্ডের উদ্দেশ্যে রওয়না হন। পথিমধ্যে ইচলাদীর নিকটবর্তী মীরা বাড়ীর সামনে মোটরসাইকেল থেকে সিটকে পড়ে যান। তাৎক্ষণিক অসুস্থ হলে চিকিৎসার জন্য বরিশালে নেওয়ার পথে মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায় মুন্নিজান বেগম স্বামী সন্তান নিয়ে বরিশালে বসবাস করেন। তিনি শারিরীকভাবে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুর সংবাদ শুনে তাৎক্ষণিক শেরে বাংলা মেডিকেল হাসপাতালে ছুটে যান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম সহ নিহতের সহকর্মীরা।