আইন-আদালত
উজিরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
বরিশালের উজিরপুর উপজেলায় যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যার অপরাধে স্বামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের দন্ড প্রদান করা হয়েছে। একই সাথে হত্যার পর লাশ গুম করার চেষ্টায় আরো ৩ বছরের কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের দন্ড প্রদান করা হয়েছে।
বুধবার (০৭ নভেম্বর) আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন। দন্ডিত সোহরাব হাওলাদার রায় উপজেলার মধ্য ধামুরা এলাকার আব্দুল কাদের হাওলাদারের ছেলে। মামলা ও আদালত সুত্র জানায়, ১৯৯৫ সালে ধামুরা গ্রামের মৃত আব্দুল সাত্তার হাওলাদারের কন্যা রেশমা আক্তারকে বিয়ে করে সোহরাব। বিয়ের পর তাদের সাংসারিক জীবনে তাদের তিনটি সন্তানের জন্ম হয়।সোহরাব ব্যবসা করার জন্য স্ত্রী রেশমার কাছে যৌতুক দাবী করে।
এতে অপরাগতা প্রকাশ করলেও ২০১৫ সালের ৯ মার্চ রেশমাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে লাশ নান্টুর বেকারির পিছনে আড়ার সাথে ঝুলিয়ে রাখে। এঘটনায় রেশমার ভাই মোঃ শাহিন হাওলাদার বাদী হয়ে উজিরপুর থানায় মামলা করে। একই বছর ২৪ মে উজিরপুর থানার এসআই ইয়াকুব আলী সোহরাব ও তার বোন কহিনুর বেগমকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেয়।
মামলায় ১৬ জনের মধ্যে ১১ জনের সাক্ষ্য নিয়ে বিচারক ওই আদেশ দেন। একই সাথে অভিযোগ প্রমানিত না হওয়ায় সোহরাবের বোন কহিনুরকে খালাস প্রদান করা হয়।