বরিশাল
উপাচার্যের পদত্যাগের দাবীতে দ্বাদশ দিনের আন্দোলনে শিক্ষার্থীরা
সমঝোতা বৈঠকের পরও টানা দ্বাদশ দিনে আন্দোলন প্রত্যাহার করেনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন শুরু করে। শি্ষার্থীরা জানিয়েছে, উপাচার্যের পদত্যাগ বা ছুটিতে যাবার বিষয়টি লিখিতভাবে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে তারা।
শনিবার বরিশাল সার্কিট হাউজে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক শামীম এমপি, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিশ্ববিদ্যালয় ও স্থানীয় প্রশাসেনর সাথে সাড়ে চার ঘন্টা বৈঠকে আন্দোলন থেকে সরে আসার আভাস দিয়েছিল শিক্ষার্থীরা। কিন্তু তার দেড় ঘন্টা পরে বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রদান করে।
প্রসঙ্গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নিয়ে বিরোধের প্রেক্ষিতে উপাচার্য শিক্ষার্থীদের রাজাকারের সন্তান বলে অভিহিত করলে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।