Scroll
করোনাভাইরাস বিস্তার রোধে সাংসদ আ.স.ম ফিরোজের শোডাউন!
করোনাভাইরাসের বিস্তার রোধে দেশে যখন সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বারবার বলা হচ্ছে ঠিক সেই সময় পটুয়াখালীর বাউফলে সাংসদ আ.স.ম ফিরোজের কান্ডে বাকরুদ্ধ সবাই।
তিনি নেতাকর্মিদের জড়ো করে ‘করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই, সচেতন ও সতর্কতা অবলম্বন করলেই করোনাভাইরাস থেকে মুক্ত থাকা সম্ভব’ এমন লেখা সম্বলিত বাউফল উপজেলা সদরে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে স্থানীয় সাংসদ আ.স.ম ফিরোজের শোডাউন করে। পরে ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে।
তার এই কান্ডজ্ঞানহীন সচেতনতার ছবি মুহূর্তে ভাইরাল হয়। লেখার সঙ্গে বাস্তবতার মিল না থাকায় এ নিয়ে বাউফলের সোস্যাল মিডিয়ায় চলে সমালোচনার ঝড়।