জাতীয়
কাঁঠালবাড়ী ঘাটে পন্টুন থেকে পড়ে যুবক নিখোঁজ
মাদারীপুর জেলার শিবচরের কাঁঠালবাড়ী ফেরি ঘাটে পন্টুন থেকে পড়ে মেহেদী হাসান রকি (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। বুধবার দিবাগত রাত ১টার দিকে কাঁঠালবাড়ী ফেরি ঘাটের পন্টুন থেকে পড়ে নিখোঁজ হন তিনি।
বৃহস্পতিবার সকালে তাকে উদ্ধারের জন্য শিবচর ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রস্তুতি নিচ্ছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।
জানা গেছে, নিখোঁজ যুবক মাদারীপুরের ঘটকচর এলাকার মিজান হাওলাদারের ছেলে। তিনি বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন।
শিবচর ফায়ার সার্ভিস কর্মকর্তা মুর্তোজা ফকির জানান, রাতে পা পিছলে নদীতে পড়ে যান যুবক মেহেদী হাসান রকি।
ডিএম/জাগো/ডেস্ক