ঝালকাঠি
কাঁঠালিয়ায় শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ২
ঝালকাঠির কাঁঠালিয়া থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রার্সী মনিরুজ্জামান রনি সিকদার (৩০) ও ধর্ষণসহ ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সবুজ সওদাগরকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বলতলা এলাকা থেকে রনিকে এবং সবুজকে উত্তর চেচঁরী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। রনি উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন সিকদারের ছেলে।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, গ্রেপ্তারকৃত রনির বিরুদ্ধে হত্যা চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। সে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও সবুজ গণধর্ষণসহ ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। আসামিদের ঝালকাঠি কোর্টে প্রেরণ করা হয়েছে।