ঝালকাঠি
কাঁঠালিয়ায় ৫ দিনব্যাপি তাফসীরুল কুরআন মাহফিল শুরু আজ
ঝালকাঠির কাঠালিয়া কারীমিয়া সাখাওয়াতিয়া মাদ্রাসার উদ্যোগে ৫দিন ব্যাপি ১০ তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও হালকায়ে জিকির আজ রবিবার থেকে কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠে শুরু হবে। কারীমিয়া সাখাওয়াতিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ আহছান উল্লাহ খান সবুজের সভাপতিত্বে ১ম দিন ওয়াজ নছিয়ত করিবেন, হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল হাই নেছারী বেতাগী, হযরত মাওলানা আবু জাফর মোহাম্মাদ ছালেহ অধ্যক্ষ ঝালকাঠি এন.এস. কামিল মাদ্রাসা, ২য় দিন ওয়াজ নছিয়ত করবেন,আল্লামা নুরুল হুদা ফয়েজী পীর সাহেব কারীমপুর, হযরত মাওলানা মুহাম্মাদ হাছিবুর রহমান মাদামী মুফাচ্ছিরে কুরআন ঢাকা, ৩য় দিন ওয়াজ নছিয়ত করবেন, হযরত মাওলানা মুহাম্মাদ মুফতী রফিকুল ইসলাম মুফাচ্ছিরে কুরআন বরিশাল, হযরত মাওলানা মুহাম্মাদ জালাল উদ্দীন ওসমানী মুফাচ্ছিরে কুরআন ঢাকা, ৪র্থ দিন ওয়াজ নছিয়ত করবেন, হযরত মাওলানা মুহাম্মাদ মুফতি নূরুল আমীন পীর সাহেব খুলনা, হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল হাই নেছারী বেতাগী। ও শেষ দিন বৃহস্পতিবার প্রধান অতিতি হিসেবে ওয়াজ নছিয়ত ও আখেরী মোনাজাত পরিচালনা করবেন, আমীরুল মুজাহিদীন আল্লামা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই ও আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন বক্ত্যা হযরত মাওলানা ডাঃ মুহাম্মাদ সিরাজুল ইসলাম সিরাজী (নওমুসলিম) নলছিটি, হাফেজ ক্বারী ইব্রাহীম আল-হাদী রাজাপুর ও হযরত মাওলানা মোঃ ছিদ্দিকুর রহমান কাঠালিয়া।