রাজনীতি
কাজী আসাদের মৃত্যুতে বরিশাল বিএনপি’র শোক
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন আহবায়ক কাজী আসাদ দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ভোগার পর আজ সকালে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
কাজী আসাদ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল উত্তর জেলা সভাপতি মেজবাউদ্দিন ফরহাদ, সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার খান, শোকবার্তায় মরহুম কাজী আসাদ এর রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বরিশাল উত্তর জেলা বিএনপির দপ্তর সম্পাদক এডভোকেট নুরুল আলম রাজু কর্তৃক প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
ডিএম/নাহিদ/ডেস্ক