বরিশাল
কালো কাপড় বেধে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে কটুক্তি করায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য প্রফেসর ড. এসএম ইমামুল হকের পদত্যাগের দাবীতে মুখে কালো কাপড় বেধে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনকারীরা। আন্দোলনের ৬ ষ্ঠ দিন রোববার (৩১ মার্চ) বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের প্রধান ফটক থেকে এ মিছিল বের করে তারা।
এসময় ভিসির পদত্যাগের দাবী সংবলিত বিভিন্ন প্লাকার্ড নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বিক্ষোভ মিছিলটি নিয়ে পুনরায় একাডেমিক ভবনের সামনে এসে শেষ করে। এরআগে সকাল ৯ টা থেকে একাডেমিক ভবনের নীচতলায় অবস্থান নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় তারা ভিসির পদত্যাগের দাবীতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, শুধু দুঃখ প্রকাশ করলে চলবে না, আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া এবং বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে।
ক্ষমা না চাইলে উপাচার্যের পদত্যাগ করতে বাধ্য করাবেন বলেও হুমকি দেয়। আন্দোলনরত শিক্ষার্থীরা আরো জানান, আগামীকাল সোমবার সকালে তারা তাদের দাবী দাওয়া সংবলিত একটি স্মারকলিপি বিভগীয় কমিশনার বরাবর দিবেন এবং পরবর্তীতে একটি সংবাদ সম্মেলন করে পরবর্তী আন্দোলন কর্মসূচী ঘোষনা দিবেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বাদ দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিবাদ করায় ভিসি এসএম ইমামুল হক শিক্ষার্থীদের ‘রাজাকারের সন্তান’ বলে গালি দেন।
এর প্রতিবাদে গত ২৬ মার্চ থেকে তারা লাগাতার আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন। মাঝে ২৮ মার্চ থেকে প্রশাসন বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ ঘোষনা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিলেও তা প্রত্যাক্ষান করে আন্দোলনকারীরা। তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশ প্রত্যাখ্যান করে হলেই অবস্থান করছেন। ধারবাহিকতায় শুক্রবার দিবাগত রাতে দুঃখ প্রকাশ করে উপাচার্য অধ্যাপক ড. এস এম ইমানুল হকের পক্ষে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
তবে তাতেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শিক্ষার্থীরা হলে অবস্থান নিয়ে আন্দোলন কর্মসূচী চালিয়ে যাচ্ছে। তবে দুঃখ প্রকাশ করে বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্যের দেয়া বক্তব্য ও আহ্বান প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। উপাচার্য তার বক্তব্যের মাধ্যমে মিথ্যাচার করেছে বলে অভিযোগ তাদের।