বরিশাল
কীর্তনখোলায় মেয়র সাদিক আব্দুল্লাহর ব্যতিক্রম আতশবাজি উৎসব
মজিবর রহমান নাহিদ ॥ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপনে বরিশালে অনুষ্ঠিত হয়েছে আতশবাজি উৎসব। প্রথমবারের মতো অনুষ্ঠিত আতশবাজির উৎসবের আলোতে আলোকিত হলো বরিশালের আকাশ। গতকাল ২৬শে মার্চ মঙ্গলবার এ উৎসব দেখতে কীর্তনখোলা নদীর পাড়ে ভিড় জমায় হাজার হাজার মানুষ।
স্বাধীনতা দিবস উদযাপনে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর আয়োজনে আতশবাজি উৎসব কীর্তনখোলা নদীতে ঘণ্টাব্যাপী চলে।
এই মহাযজ্ঞ দেখে বিস্মিত নগবাসী। এমন আয়োজন করায় সিটি মেয়রকে ধন্যবাদ জানিয়েছেন আতশবাজি উৎসব দেখতে আসা মানুষ। আরিফুর রহমান নামে এক শিক্ষার্থী মতবাদকে জানায়, এরকম একটি আয়োজন বরিশালে এর আগে দেখিনি, সত্যি মেয়র সাহেবকে ধন্যবাদ না দিয়ে পারিনা।”
পূর্বে আতশবাজি উৎসব নিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ গণমাধ্যমকর্মীদের জানিয়ছেন, “স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে নগরবাসীকে একটু বাড়তি আনন্দ দেয়ার জন্য আমরা বরিশাল সিটি কর্পোরেশনের আয়োজনে আতশবাজি উৎসবের আয়োজন করেছি। ইনশআল্লাহ নগরবাসীর জন্য সামনে আমরা আরও অনেক চমক নিয়ে আসবো।”