পটুয়াখালী
কুয়াকাটায় পাওনাদারকে কুপিয়েছে দেনাদার
কুয়াকাটায় পাওনা টাকা চাওয়ায় এক মৎস্য ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দেনাদার। আজ বিকেল ৫টার দিকে খেজুরা নামক স্থানে এই ঘটনা ঘটে। আহত পাওনাদারের নাম সোনা গাজী (৪০)।সোনা গাজীকে কলাপাড়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, কিছু দিন আগে সোনা গাজীর কাছ থেকে টাকা নেয় সোহেল ফকির। সেই টাকা ফেরত চাওয়ায় সহযোগী বাবুলকে নিয়ে সোনা গাজীকে কুপিয়ে জখম করা হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, এ ধরণের কোন অভিযোগ আমরা পাইনি। পেল আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।