রাজনীতি
খালেদার সাজার প্রতিবাদে বিএনপির নতুন কর্মসূচি
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ৭ বছরের সাজার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে-আগামী ৩১ অক্টোবর সারাদেশে মানববন্ধন ও পহেলা নভেম্বর গণঅনশন কর্মসূচি।
সোমবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী নতুন কর্মসূচির কথা জানান।
এর আগে দুপুরে রায়ের পর তাৎক্ষণিক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ৩০ অক্টোবর বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন।
রিজভী বলেন, ‘আমরা ঢাকাসহ সারাদেশের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করার জন্য। ৩১ অক্টোবর ঢাকায় মানববন্ধন হবে প্রেস ক্লাবের সামনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত। আর অনুমতি সাপেক্ষে অনশন রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অথবা মহানগর নাট্যমঞ্চে করব।’
সংলাপের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আজ আমাদের আলোচনা হয়েছে শুধু খালেদা জিয়ার সাজার বিষয়ে। সংলাপের বিষয়ে কোনো আলোচনা হয়নি।’
প্রসঙ্গত, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড ছাড়াও ১০ লাখ জরিমানা করেন ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক আখতারুজ্জামান। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়।
এ মামলার অপর তিন আসামিকেও সাত বছর করে কারাদণ্ড দেয়া হয়। তারা হলেন খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের ব্যক্তিগত সচিব জিয়াউল ইসলাম মুন্না ও বিএনপি নেতা সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ব্যক্তিগত সহকারী সচিব মনিরুল ইসলাম। পাশাপাশি কাকরাইলে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে থাকা ৪২ কাঠা সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করেন আদালত।