Scroll
গলাচিপায় ফিটকিরি পানে বৃদ্ধার মৃত্যু
পটুয়াখালীর গলাচিপায় রেনু বেগম ( ৬০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের মাঝগ্রাম এলাকার বাসিন্দা মতিন মোল্লার স্ত্রী রেনু।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর রেনু তার বসত ঘরে বসে ফিটকিরি খেয়ে ফেলে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জানান, ওই নারীকে হাসপাতালে নিয়ে আসলে তাকে চিকিৎসা প্রদান করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, ফিটকিরি পানে চিকনিকান্দি ইউনিয়নের মাঝগ্রামে এক নারীর মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।