পটুয়াখালী
গলাচিপায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
পটুয়াখালীর গলাচিপায় বালি পরিবহনের টমটম উল্টে ড্রাইভার মো. কাওসার হোসেন ও শ্রমিক মো. মহাসিন নামে দুই শ্রমিক নিহত হয়েছেন। টমটমে থাকা অপর দুই শ্রমিক শাহীন মিয়া ও মো. জলিল হাওলাদার গুরুতর আহত হয়েছেন।
আজ সোমবার বেলা ১১টায় উপজেলা রতনদী তালতলী ইউনিয়নের বড় বাঁধের পশ্চিম পাশে গলাচিপা-বদনাতলী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গলাচিপা থানার পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গলাচিপা লঞ্চঘাট থেকে কাঁটাখালী মানিক চাঁদ মাদরাসায় বালি দিয়ে ফেরার পথে বড় বাঁধ এলাকায় টমটম উল্টে ঘটনাস্থলে টমটমের মালিক ও ড্রাইভার কাওসার মরা যায়। অপর তিনজনকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তাদের অবস্থা আশঙ্কাজনক হলে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত জলিল ও শাহীন মিয়াকে বরিশালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আখতার মোর্শেদ বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত টমটম জব্দ করা হয়েছে। নিহত শ্রমিকদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।