রাজনীতি
গৌরনদীতে ইসলামী আন্দোলনের মটর শো-ডাউন
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর দলীয় মনোনয়ন প্রত্যাশী ও আগৈলঝাড়া উপজেলার দলীয় সভাপতি মোঃ রাসেল সরদার মেহেদী
বৃহস্পতিবার দিনব্যাপী নির্বাচনী দুই উপজেলার বিভিন্ন এলাকায় মোটর সাইকেল শো-ডাউন করেছেন।
সকাল ১০টার দিকে গৌরনদীর মাহিলাড়া মুজাহিদ কমপ্লেক্স থেকে দেড়শতাধিক মোটর সাইকেল যোগে প্লাকার্ড ফেষ্টুন সহকারে মিছিল নিয়ে হাতপাখার সমর্থনে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। এ সময় বিভিন্ন পয়েন্টে পথসভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ রাসেল সরদার মেহেদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ আগৈলঝাড়া উপজেলার শাখার সহ-সভাপতি মাওলানা আবু ইসাহাক আশ্রাফী, সাধারন সম্পাদক গোলাম মাহামুদ হাওলাদার, গৌরনদী উপজেলা শাখার সাধারন সম্পাদক আব্দুল আজিজ মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় তিনি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি করেন।