বরিশাল
গৌরনদীতে ট্রাক চাপায় যুবক নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী ফিলিং ষ্টেশনের সন্নিকটে অজ্ঞাতনামা ট্রাক চাপায় গুরুতরভাবে আহত লিটন খান (৩০) চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার দুপুরে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।
পারিবারিক সূত্র ও স্বজনরা জানান, গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের পূর্ব নওয়াপাড়া গ্রামের আমীর হোসেন খানের ছেলে লিটন খান (৩০) ভাড়ায় চালিত মটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করত। আজ মঙ্গলবার সকালে মাহিলাড়া থেকে ভূরঘাটা যাওয়ার পথে ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠী ফিলিং ষ্টেশনের সন্নিকটে পৌঁছলে ঢাকাগামি অজ্ঞাতনামা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা গুরুতর অবস্থায় লিটন খানকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টায় লিটন খান মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
ঘটনার পরে ট্রাকটি পালিয়ে যায়। লিটন খানের স্বজন স্কুল শিক্ষক মো. সুমন খান জানান, লিটন খানের স্ত্রী ও দুটি শিশু কন্যা রয়েছে। সংসারটি তার আয়ের উপর নির্ভরশীল ছিল। লিটনের মৃত্যুতে পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।