বরিশাল
গৌরনদীতে মাদ্রাসা থেকে ব্যাগ ভর্তি নকল উদ্ধার: বহিস্কার ৮
জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় নকল করার অভিযোগে গতকাল শুক্রবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার কাছেমাবাদ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র থেকে উপজেলার ৫টি মাদ্রাসার ৮জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। এ সময় পরীক্ষার্থীদের কাছ থেকে বড় এক ব্যাগ নকল উদ্ধার করা হয়েছে।
জানাগেছে, সরকারের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ওই কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় কেন্দ্রের পরীক্ষার্থীদের দেহ তল্লাসী করে তিনি বড় এক ব্যাগ নকল উদ্ধার করেন। একই সময় নকল করাকালে নকলসহ ৮জন পরীক্ষার্থীদেরকে হাতেনাতে ধরে ফেলেন। এরপর তিনি ওই পরীক্ষার্থীদেরকে বহিস্কার করেন।
বহিস্কৃতদের মধ্যে রয়েছে উপজেলার জংগলপট্টি পীর বাদশা মিয়া দাখিল মাদ্রাসার ৩জন পরীক্ষার্থী। তারা হল, তাজিলা, রোল-৩০৫৮১৭, খাদিজা আক্তার, রোল-৩০৫৮১৮, এনি আকতার, রোল-৩০৫৮৩১। উপজেলার মাগুরা মাদারীপুর নেছারিয়া দাখিল মাদ্রাসার ২জন পরীক্ষার্থী। তারা হল, সাব্বির আল জাবের, রোল-৩০৫৭৯১, মাফুজ বেপারী, রোল-৩০৫৭৮৯। উপজেলার ইল্লা দাখিল মাদ্রাসার ১জন ছাত্রী। তার নাম- সোনা মনি, রোল-৩০৬০১৫। উপজেলার মিয়ার চর দাখিল মাদ্রাসার ১জন ছাত্র। তার নাম-ইমরান সরদার, রোল-৩০৫৫৭৮। পশ্চিম লক্ষন কাঠি দারুস ছালাম দাখিল মাদ্রাসার ১জন ছাত্র। তার নাম-সোহান, রোল-৩০৫৭০১।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন জানান, পরীক্ষায় নকল করার দায়ে ওই ৮জন শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিস্কার করা হয়েছে।