বরিশাল
গৌরনদী প্রেসক্লাবের সভাপতি রায্যাকের ১২তম মৃত্যুবার্ষিকী পালিত
স্মরন সভা, মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাতের মধ্যদিয়ে বুধবার সকালে বরিশালের ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাব এর সভাপতি মরহুম ফকীর আব্দুর রায্যাকের ১২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব কার্যালয়ে এক স্মরণ সভা, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
গৌরনদী প্রেসক্লাব এর সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরন সভায় বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আহছান উল্লাহ, সাবেক সহসভাপতি বিশ্বজিত সরকার বিপ্লব, সাধারন সম্পাদক এম, আলম, সাবেক সাধারন সম্পাদক সঞ্জয় কুমার পাল, এস,এম জুলফিকার, সহ সম্পাদক উত্তম দাস, কোষাধ্যক্ষ আমিন মোল্লা, দপ্তর সম্পাদক আমিনা আকতার সোমা গৌরনদী উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ লুৎফর রহমান দিপ, সাধারন সম্পাদক মোনাছেফ মামুন প্রমুখ।
উল্লেখ্য, গত ২ ডিসেম্বর ছিল ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাব এর সভাপতি মরহুম ফকীর আব্দুর রায্যাকের ১২তম মৃত্যুবার্ষিকী। প্রেসক্লাব কর্মকর্তাগন জরুরী কাজে ওইদিন রাজধানী ঢাকায় অবস্থান করায় সেদিন কোন অনুষ্ঠান করা সম্ভব হয়নি। ফলে গতকাল বুধবার গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে আনুষ্ঠানিক ভাবে মরহুমের ১২তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়।