আইন-আদালত
গৌরনদী বিএনপির ২৭০ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা
গৌরনদীতে বিএনপি ও সহযোগী সংগঠনের ২৭০ নেতাকর্মীকে আসামি করে গৌরনদী মডেল থানায় বিস্ফোরক আইনে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শাওড়া এলাকার মাওলানা নুরুল হক তালুকদার বাদি হয়ে একটি ও নলচিড়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক পিঙ্গলাকাঠি গ্রামের কাজী আঃ সাত্তার বাবুল বাদি হয়ে অপর বিস্ফোরক মামলাটি দায়ের করেন। মামলায় বলা হয়, আসামিরা আ’লীগ নেতাকর্মীদের ওপর বোমা হামলা চালিয়ে অসংখ্য নেতাকর্মীকে আহত করেছে। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার আংশিক আলামত ও অবিস্ফোারিত ৯টি বোমা উদ্ধার করেছে থানা পুলিশ।
আ’লীগ নেতা মাওলানা নুরুল হক তালুকদারের দায়েরকৃত মামলায় উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো. বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান মুকুল, সাবেক সাধারন সম্পাদক হান্নান শরীফ, পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. শাহ্আলম ফকির, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক শামীম হাওলাদার, বরিশাল উত্তর জেলা যুবদলের সভাপতি মো. মাহফুজ মোল্লা, উপজেলা যুবদলের সভাপতি শরীফ স্বপন, সাবেক কাউন্সিলর ও পৌর যুবদলের সাবেক সহ-সভাপতি ফরিদ মিয়া, উপজেলা যুবদলের সহ-সভাপতি গোলাম মোর্শেদ মাসুদ, যুগ্ম-সাধারন সম্পাদক গফুর সরদার, পৌর যুবদলের সভাপতি মো. নান্না খান, সাধারন সম্পাদক জামাল হাওলাদার, পৌর ছাত্রদলের আহবায়ক রিয়াজ ভূইয়া, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি জাকির হোসেন রাজা, পৌর ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক কামরুজ্জামানসহ ২৬ নেতার নামোল্লেখসহ পৌর বিএনপির অজ্ঞাতনামা ৯০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। কাজী আঃ সাত্তার বাবুলের দায়েরকৃত মামলায় উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আবু বকর গাজী, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি যুবদলনেতা আনোযার হোসেন বাদল, সাবেক জিএস ফুয়াদ হোসেন এ্যানি, নলচিড়া ১নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক রিয়াজ হোসেন, নলচিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জামাল ফকির, সাধারন সম্পাদক মো. হারুন সিকদার, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শামীম খলিফা তার সহোদর নাসরুল খলিফা, ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক আলী হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক স্বপন হাওলাদারসহ ২৪ নেতার নামোল্লেখ করে ইউনিয়ন বিএনপির ১৩০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
মাওলানা নুরুল হক তালুকদার এজাহারে উল্লেখ করেন, বৃহস্পতিবার সন্ধ্যার পরে গৌরনদী উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক পৌর মেয়র মো. হারিছুর রহমানের বাড়িতে সভা শেষ করে বিভিন্নভাগে ভাগ হয়ে আ’লীগের অনেক নেতাকর্মী বাড়িতে রওনা হই। পথিমধ্যে রাত পোনে ৯টার দিকে উত্তর পালরদী গ্রামে বিএনপি নেতা বদিউজ্জামানের বাড়ির সামনে পৌছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা আসামিরা আমাদের জীবন বিপন্ন করতে ৫/৭টি বোমা হামলা চালায়। একইভাবে কাজী আঃ সাত্তার এজাহারে উল্লেখ করেন ওইদিন রাত পোনে ১০টার দিকে পিংলাকাঠী এলাকার আসামিরা হামলার ঘটনা ঘটায়।
উত্তর পালরদী গ্রামের হামিদা বেগম, হাবিবা খানম বলেন, আমাদের এলাকায় বোমা হামলায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। ৫/৭টি বোমা বিস্ফোরিত হলে এলাকায় আতংক দেখা দিত এবং সবাই জানতো । উত্তর পালরদী ব্রিজের গোড়ার দোকানদার বেল্লাল হোসেন বলেন, আমি সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত দোকান খোলা রাখি। ওইদিন এলাকায় বোমা বাজির কোন ঘটনা ঘটেনি বা নেতাকর্মীর ওপর কোন হামলার খবর শুনিনি। নলচিড়া ইউনিয়নের পিংলাকাঠী গ্রামের মো. শাহ আলম (৪০) বলেন, এখানে বোমাবাজি হামলার ঘটনা ঘটলে বোমার শব্দে গোটা এলাকা প্রকম্পিত হত। এ ধরনের কোন ঘটনা ঘটেনি।
এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত মেডিখেল অফিসার ডা. আবদুল্লাহ আল মামুন বলেন, শুক্রবার সকালে ৯ যুবক ও রাতে ২ যুবক স্বাস্থ্য কমপ্লেক্সে এসে বলেন আমরা আহত হয়ে এসেছি, আমাদের প্রাথমিক চিকিৎসা দেন। রেজিষ্টারে নাম তোলার পরে তারা চলে যান।
গৌরনদী মডেল থানার চলতি দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুবুর রহমান বলেন, উত্তর পালরদীর ঘটনায় মাওলানা নুরুল হক তালুকদার ও পিঙ্গলাকাঠী এলাকায় ঘটনায় আ. সাত্তার কাজী বাদি হয়ে বিস্ফোরক আইনে পৃথক ২টি মামলা দায়ের করেছে। দুটি স্পট থেকে বিস্ফোরিত বোমার আংশিক আলামাত ও অবিস্ফোরিত ৯টি বোমা উদ্ধার করা হয়েছে।
পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক জহির সাজ্জাত হান্নান শরীফ বলেন, গৌরনদীর বিএনপির নেতাকর্মীরা যাতে নির্বাচনী প্রচার প্রচারনা চালাতে না পারে সে জন্যই আজগুবি ঘটনা উল্লেখ করে গায়েবি মামলা দিয়ে আমাদের হয়রানি করছে।
বিস্ফোরক মামলায় শিবির নেতা গ্রেফতার
গৌরনদী উপজেলা জামায়াতের সাবেক আমীর মোস্তাফিজুর রহমানের ছেলে শিবির নেতা মাসুম বিল্লাহ্ (৩২)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিরবার রাতে উপজেলার চরগাধাতলী এলাকার নিজ বাড়ি থেকে মাসুমকে বিস্ফোরক মামলায় সন্দীগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সগীর হোসেন জানান, ২৫ অক্টোবর সন্ধ্যার পরে গৌরনদী উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক পৌর মেয়র মো. হারিছুর রহমানের বাড়িতে সভা শেষ করে বিভিন্নভাগে ভাগ হয়ে আ’লীগের অনেক নেতাকর্মী বাড়িতে রওনা হয়। পথিমধ্যে রাত পোনে ৯টার দিকে উত্তর পালরদী গ্রামে বিএনপি নেতা বদিউজ্জামানের বাড়ির সামনে পৌছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা আসামিরা আ’লীগ নেতাকর্মীদের জীবন বিপন্ন করতে ৫/৭টি বোমা হামলা চালায়। এঘটনায় উপজেলা ধর্ম বিষয়ক সম্পাদক শাওড়া গ্রামের মাওলানা নুরুল হক তালুকদার বাদি হয়ে পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের ২৬ নেতার নামোল্লেখসহ বিএনপির অজ্ঞাতনামা ৯০ নেতাকর্মীকে আসামি করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সন্দীগ্ধ আসামি হিসেবে শিবির নেতা মাসুম বিল্লাহকে গ্রেফতার করা হয়েছে।