ভোলা
চরফ্যাশনে সন্ধ্যারাতে তিন ছাত্রকে হত্যাচেষ্টা
চরফ্যাশন সরকারি টিবি মাধ্যমিক বিদ্যালয়ের তিনছাত্র ইয়াইয়াহ মোয়াজ, শিহাব উদ্দিন ও মেহেদী হাসানকে কুপিয়েছে দুর্বৃত্তরা।
আজ (২৭ অক্টোবর) শনিবার সন্ধ্যা ৭টায় চরফ্যাশন এতিমখানা সংলগ্ন বেতুয়া সড়কে তাদের ধারালো অস্ত্র দিয়ে বেপরোয়া কোপানো হয়েছে।গুরুতর আহত তিনজনকে চরফ্যাশন হাসপতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আহতদের ঢাকায় রেফার করেছেন।
এঘটানায় চরফ্যাশন থানা পুলিশ ঘনাটস্থল থেকে বাঁধন নামের একজনকে আটক করেছে। আহত ইয়াইয়া মোয়াজ চরফ্যাশন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ইয়াছিন আরাফাতের ছেলে এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইউসুফ হোসাইন ইমনের ভাতিজা।
আহতরা সবাই চরফ্যাশন সরকারি টিবি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।
ইয়াইয়াহ মোয়াজের বাবা ইয়াছিন আরাফাত জানান, বিকেলে শিহাব ও মেহেদীকে সঙ্গে নিয়ে পৌরসভার ৮নং ওয়ার্ডের পুরাতন বাড়িতে যায় মোয়াজ। শেষ বিকেল ওই বাড়ি থেকে পৌর সদরের বাসায় ফেরার পথে এতিমখানার সামনে আসলে তারা হামলার শিকার হয়। চরফ্যাশন আলীয়া মাদ্রাসার ছাত্র রামিনের নেতৃত্বে এই হামলা ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
গুরুতর আহত ছেলে মোয়াজসহ আহত তিনছাত্রকে নিয়ে ঢাকার পথে এ্যাম্বুলেন্সে থাকা ইয়াছিন আরাফাত আরো জানান, খেলা নিয়ে বিতর্কের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানাগেছে। তাৎক্ষণিক ভাবে ঘটনা সম্পর্কে এর বেশী কিছু জানাযায়নি বলে তিনি জানান।
চরফ্যাশন থানার ওসি ম. এনামুল হক জানান, প্রতিপক্ষের হামলায় তিনছাত্র গুরুতর আহত হয়েছে।কেন হামলার ঘটনা ঘটেছে? তাৎক্ষণিক তা জানা সম্ভব হয়নি বলে তিনি জানান।