ভোলা
চরফ্যাসনে ইয়াবাসহ যুবক গ্রেফতার
চরফ্যাসনে ইয়াবাসহ তোফায়েল (৩০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে সামরাজ মৎস্যঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তোফায়েল মাদ্রাজ ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সভাপতি এবং ওই ইউনিয়নের আবদুর রশিদের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত তোফায়েল দ্বীর্ঘদিন যাবত সমরাজ ঘাটে তার মালিকানাধীন মৎস্য আড়তে মাদক রেখে ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার মালিককানাধীন মৎস্য আড়ৎ থেকে ৮০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়েছে।
চরফ্যাসন থানার ওসি ম. এনামুল হক জানান, গ্রেফতারকৃত তোফায়েলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। অাঝ শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।