ভোলা
চরফ্যাসনে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আটক-৩
চরফ্যাসনের আসলামপুর ইউনিয়নের আলীগাঁও গ্রামে জমির মালিকানা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় ধীরেন চন্দ্র দেবনাথ (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। সংঘর্ষে মহিলাসহ আরো ২ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের চরফ্যাসন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টায় আসলামপুর ইউনিয়নের বিরোধীয় জমিতে এ ঘটনা ঘটে।
ঘটনার পর হত্যার সন্দেহে চরফ্যাসন হাসপাতাল থেকে এক নারীসহ তিন জনকে আটক করেছে পুলিশ। নিহত ধীরেন চন্দ্র দেবনাথ একই এলাকার ক্ষেত্রমোহন চন্দ্র দেবনাথের ছেলে।
আটকৃতরা হচ্ছেন, শ্রীবাস চন্দ্র দেবনাথ, স্ত্রী আঞ্জলী রানী দেবনাথ ও পুত্র সুমন চন্দ্র দেবনাথ। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিহতের পরিবার সূত্রে জানা গেছে।