Scroll
জন্মদিনে গুগলের ডুডলে ‘বিদ্রোহী কবি’
আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২১তম জন্মদিন। এই দিনে সার্চ ইঞ্জিন গুগল ডুডলের মাধ্যমে ‘বিদ্রোহী কবি’কে সম্মান দিয়েছে। ২৫ মে, সোমবার রাত ১২ টার পর থেকে ডুডলে এ চিত্র দেখা যায়। ১৮৯৯ সালের এই দিনে অবিভক্ত ভারতবর্ষের ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
গুগলের ডুডলে দেখা যায়, একটি বই বুকে নিয়ে দণ্ডায়মান নজরুলকে। পেছনে ব্যাকগ্রাউন্ডে একটি দাউদাউ অগ্নিকুণ্ডের সামনে গান গাইছেন নজরুল এমন চিত্রও দেখা যায়।
চুরুলিয়ার কাজী ফকির আহমদ ও জাহেদা খাতুনের ষষ্ঠ সন্তান কাজী নজরুল ইসরাম। তার বাবা ফকির আহমদ ছিলেন স্থানীয় মসজিদের ইমাম এবং মাজারের খাদেম। নজরুলের তিন ভাইয়ের মধ্যে কনিষ্ঠ কাজী আলী হোসেন এবং দুই বোনের মধ্যে সবার বড় কাজী সাহেবজান ও কনিষ্ঠ উম্মে কুলসুম।
শৈশব থেকেই দারুণ দুরন্ত ছিলেন কাজী নজরুল। তিনি দুঃখ-কষ্টে মানুষ বলে গাঁয়ের লোকেরা আদর করে ডাকতো ‘দুখু মিয়া’।
এর আগে গুগলের ডুডলে শিল্পাচার্য জয়নুল আবেদিন, বেগম রোকেয়াসহ নানা বিশিষ্ট ব্যক্তিদের অবয়ব স্থান পেয়েছে। এছাড়াও বাংলাদেশের বিশেষ দিবসও ডুডলের মাধ্যমে স্মরণ করিয়ে দেয় গুগল।