বরিশাল
জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতির দাফন সম্পন্ন
মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের সাবেক বিএনপি সভাপতি ও ইউপি চেয়ারম্যান আঃ মতিন খানের জানাযার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় জাঙ্গালিয়া ইউনিয়নের লেংগুঠিয়া বাজার সংলগ্ন ঈদগাহ্ ময়দানে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
মতিন খানের জানাযা নামাজে অংশ গ্রহন করেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, পৌর বিএনপির সভাপতি জিয়া উদ্দিন সুজন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য এ্যাড. আঃ মালেক, জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ হাওলাদার, সাধারন সম্পাদক নেওয়াজ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন মল্লিক, চরগোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হুমাউন কবির টিপু প্রমূখ।
লেংগুঠিয়া জামে মসজিদ কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
উল্লেখ্য, আঃ মতিন খান দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। বুধবার বিকাল ৫টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন।