বরিশাল
জেল হত্যা দিবসে নগরীতে আওয়ামী লীগের কর্মসূচী
আজ ৩রা নভেম্বর ঐতিহাসিক জেল হত্যা দিবস উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ কর্মসূচী গ্রহণ করেছে। সূর্যোদয়ের সাথে সাথে জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সম্মুখে জাতীয় ও কালোপতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিতকরণ, নেতাকর্মীদের কালো ব্যাজধারণ, সকাল ৯টায় জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সন্মূখে বরিশাল জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ।
মাগরেববাদ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। কর্মসূচীসমূহে জেলা ও মহানগর আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীগণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস এমপি এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. একেএম জাহাঙ্গীর।