ঝালকাঠি
ঝালকাঠিতে আ’লীগের দুই গ্রুপ মুখোমুখি
ঝালকাঠি-১ আসনে দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে রাজাপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের একাংশ। মানববন্ধন প্রতিহত করতে এসে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বর্তমান এমপির সমর্থক ও বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পুলিশ মাঝখানে অবস্থান নিয়ে দুই পক্ষকেই ছত্রভঙ্গ করে দেয়। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে থানা সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টা থেকে থানা সড়কে উপজেলা যুবলীগের কার্যালয়ের সামনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা এসে জড়ো হয়। তারা বর্তমান এমপি ও আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বজলুল হক হারুনের বিরুদ্ধে নানা অভিযোগ এসে স্লোগান দেয়। এমপির ছবিতে জুতা ও ঝাড়ু– প্রদর্শন করে তারা।
বিএইচ হারুনকে দেওয়া দলীয় মনোনয়ন পরিবর্তন করে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনিরকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে তারা মানববন্ধন শুরু করলে পুলিশ এসে বাধা দেয়।
পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে স্থানীয় সাবরেজিস্ট্রি কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধন করে। পুলিশ সেখানে গিয়ে মানববন্ধন থেকে তাদের ব্যানার কেড়ে নেয়।
খবর পেয়ে রাজাপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু ও এমপির ভাই গালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল হক কামালের নেতৃত্বে এমপি সমর্থকরা বিক্ষোভকারীদের প্রতিহত করতে আসে।
তারা ডাকবাংলোর মোড়ে আসলে পুলিশ মাঝখানে অবস্থান নিয়ে দুই পক্ষকেই সরিয়ে দেয়। সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুল ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেওয়ার নির্দেশ দেন। এরপরেও দুই পক্ষ শহরের দুটি স্থানে অবস্থান নিয়ে একে অপরের বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে উত্তেজনা সৃষ্টি করে। সংঘর্ষ এড়াতে ও আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ডেজলিং তালুকদার বলেন, বর্তমান এমপি বজলুল হক হারুন এলাকায় অজনপ্রিয়। তাঁর সঙ্গে নেতাকর্মীদের কোন সুসম্পর্ক নেই। তিনি টানা দুই দফায় এমপি থাকায় নিজেদের পরিবারের উন্নতি করেছেন। জামায়াতঘেঁষা হারুনকে আবারো দলের মনোনয়ন দেওয়া হয়েছে, এটা আমরা মানি না। অবিলম্বে তাঁর মনোনয়ন পরিবর্তন করে দলের জন্য নিবেদিত কাউকে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করছি। অন্যথায় আমরা আন্দোলন চালিয়ে যাবো।
রাজাপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু বলেন, এমপি হারুন একজন সৎব্যক্তি। তাকে মনোনয়ন দেওয়ায় আমরা খুশি। এমপির বিরুদ্ধে একটি চক্র ষড়যন্ত্র করছে, আমরা যেকোনমূল্যে তাদের প্রতিহত করবো। নির্বাচনে তারা কোন সমস্যা সৃষ্টি করতে পারবে না।
ঝালকাঠির সহকারী পুলিশ সুপার (রাজাপুর-কাঁঠালিয়া সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা জাানান, পুলিশ দুইপক্ষকেই কর্মসূচি পালনে বাধা দিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।