ঝালকাঠি
ঝালকাঠিতে মাদক ব্যবসায়ীর ১০ বছর কারাদন্ড
ঝালকাঠিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় দুই বিক্রেতাকে দশ বছর করে কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা, পরিশোধ না করলে আরো তিন মাস করে কারাদ- প্রদান করা হয়।
আজ সোমবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসকে.এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দ-প্রাপ্ত রুবেল হাওলাদার আদালতে উপস্থিত ছিলেন। অপর দ-প্রাপ্ত রাসেল হোসেন পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৯ অক্টোবর দুপুরে সুগন্ধা নদী সংলগ্ন মালিপুর চর এলাকা থেকে ৫০১ বোতল ফেনসিডিলসহ দুই বিক্রেতাকে আটক করে বরিশাল র্যাব ৮ এর একটি দল।
এ ঘটনায় র্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) এ কে এম হোসেন শহরিয়ার বাদী হয়ে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দ-প্রাপ্ত রুবেল হাওলাদার নলছিটি পৌরসভার সূর্যপাশা এলাকার আশ্রাফ হাওলাদারের ছেলে এবং রাসেল হাওলাদার একই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।