স্বাস্থ্য
ঝিনাইদহে বিশ্ব যক্ষা দিবস পালিত
‘এখন সময় অঙ্গীকার করার, যক্ষা মুক্ত বাংলাদেশ গড়ার’ এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে।
সোমবার সিজিল সার্জনের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করে স্বাস্থ্যবিভাগ। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উন্নয়ন কর্মীরা অংশ নেন।
পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানা, জেলা নাটাবের সভাপতি এনএম শাহজালাল, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কামালুজ্জামান, ব্রাকের জেলা ব্যবস্থাপক সোহেল ইসলাম, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: গুলশান আরা ও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ বক্তব্য রাখেন।