Scroll
ডিসেম্বরেই নতুন সিনেমার কাজ শুরু করছেন তৌকির
অভিনয়ের পাশাপাশি গত কয়েক বছর ধরে পরিচালনায়ও মন দিয়েছেন তৌকির আহমেদ। তার নির্মিত সর্বশেষ সিনেমা ‘ফাগুন হাওয়া’ দর্শকমহলের প্রশংসাও কুড়িয়েছে বেশ। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নিজের পররর্তী সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন বলে জানিয়েছেন তৌকির।
একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘ডিসেম্বরের প্রথম সপ্তাহে নতুন ছবির শুটিং শুরুর প্রস্তুতি নিচ্ছি। চলতি বছরের শুরুতে এই ছবিটি শুরু করার কথা ছিলো। কিন্তু করোনার কারণে সব বন্ধ করে দিতে হয়। অবশেষে আবারো শুটিংয়ের মাঠে নামছি। আশা করছি ভালো কিছু হবে।’
নতুন সিনেমাটিতে কারা কারা অভিনয় করছেন এমন প্রশ্নের জবাবে বিস্তারিত জানাননি তিনি। তবে তৌকির জানিয়েছেন, বিশেষ কিছু থাকছে নতুন এই চলচ্চিত্রটিতে। আর মহরতের সময়ই শিল্পীদের সম্পর্কে এবং সিনেমাটি সম্পর্কে বিশদ জানাবেন তিনি।
করোনাভাইরাসের মহামারীর কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল সিনেমা হল। সম্প্রতি সিনেমা হল খোলা হলেও নতুন ছবি মুক্তি দিতে প্রযোজকদের মধ্যে অনীহা কাজ করছে। এখন নতুন সিনেমা নিয়ে কাজ করাটা ঝুঁকিপূর্ণ কিনা এমন প্রশ্নের উত্তরে তৌকির বলেন, ‘করোনা সহজে যাবে না। তাই বলে আমাদেরও কাজ বন্ধ করে বসে থাকতে হবে বিষয়টি এমন নয়। এরমধ্যেই কাজ করতে হবে।’
তিনি আরো বলেন, ‘আমি আশা করছি আমার ছবির শুটিং শেষ হওয়ার সময়ের মধ্যে সিনেমা হলেও নতুন ছবি আসবে।’
একইসঙ্গে করোনাও হয়ত কিছুটা দমে হবে—এমন আশাবাদও প্রকাশ করেন তৌকির।