Scroll
তারেকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানায় বরিশালে প্রতিবাদ
তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল বের করে।
আজ রবিবার সকাল ১১টায় বরিশাল জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
বরিশাল মহানগর স্বেচ্ছাসেবকদল সভাপতি মাহবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে বিক্ষোভ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন
মহানগর স্বোচ্ছাসেবক দল সাধারন সম্পাদক মসিউর রহমান মঞ্জু,সহ-সভাপতি নুরুল মোমিন কোটন, সহ-সভাপতি মতিউর রহমান মিঠু, যুগ্ম সম্পাদক তারেক সোলাইমান, আরমান সিকদার নুন্না, প্রচার সম্পাদক ডাঃ আরিফুর রহমান আনিস, মুসা, কামাল হোসেন, বাবুল খানসহ বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ।
পরে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশের বাঁধার মুখে তা পন্ড হয়ে যায়।