রাজনীতি
তিন কর্মসূচি নিয়ে মাঠে নামছে ঐক্যফ্রন্ট
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ভোট ডাকাতি ও কারচুপি’র অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যান করা জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনী ট্রাব্যুনালে মামলা করবে। এছাড়া নির্বাচনী সহিংসতায় যেসব এলাকার নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেসব এলাকায় ফ্রন্টের নেতাদের সফর করবেন এবং ঐক্যফ্রন্টের পক্ষ থেকে শিগগির জাতীয় সংলাপের উদ্যোগ নেওয়াসহ তিনটি কর্মসূচি ঘোষণা করেছে ঐক্যফ্রন্ট।
মঙ্গলবার (৮ জানুয়ারি) বিকালে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের বাসায় বৈঠক শেষে বৈঠক শেষে সন্ধ্যা পৌনে ৬টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এ তিনটি কর্মসূচি ঘোষণা করেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।
ড. কামাল হোসেন বলেন, গত ৩০ ডিসেম্বর ভোটের দিন সিলেটের বালাগঞ্জে ঐক্যফ্রন্টের একজন কর্মী নিহত হয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যে ওই এলাকায় সফরে যাবেন ঐক্যফ্রন্টের নেতারা।
ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ঐক্য প্রক্রিয়ার সমন্বয়কারী শহীদুল্লাহ কায়সার প্রমুখ।