বরিশাল
দুঃখ প্রকাশে চলবে না, আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে উপাচার্যকে
অসৌজন্যমূলক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে উপাচার্যের বিজ্ঞপ্তি দেওয়ার পরও নিজেদের কর্মসূচি অব্যাহত রেখেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দবি, দুঃখপ্রকাশ নয়, আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে উপাচার্যকে।
আজ শনিবার চতুর্থ দিনের কর্মসূচিতে বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করার কথা রয়েছে। এর আগে শুক্রবার উপাচার্যের পদত্যাগ ও ১০ দফা দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মশাল মিছিল ও বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।
এদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশ প্রত্যাখ্যান কোরে শিক্ষার্থীরা হলেই অবস্থান করছেন। মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর প্রতিবাদ করায় শিক্ষার্থীদের কটূক্তি করেন অধ্যাপক ড. এস এম ইমামুল হক।
এরই প্রতিবাদে, গত ২৭ মার্চ থেকে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। গতরাতে দুঃখ প্রকাশ করে উপাচার্য অধ্যাপক ড. এস এম ইমানুল হকের পক্ষে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।