জাতীয়
দেশে ফিরেছেন রাষ্ট্রপতি
সুইজারল্যান্ডের জেনেভায় পাঁচ দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শনিবার সকাল সাড়ে ৮টায় তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এসময় রাষ্ট্রপতিকে স্বাগত জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, পুলিশের আইজিপি এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বিশ্ব বিনিয়োগ ফোরাম-২০১৮ এর শীর্ষ সম্মেলনে যোগদানে সুইজারল্যান্ডে তার ৫ দিনের রাষ্ট্রীয় সফর করেন। এবারে এ সম্মেলনের প্রতিপ্রাদ্য ছিল ‘ইনভেস্টিং ইন সাসটেইনেবল ডেভেলপমেন্ট’।
সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘ কার্যালয়ের স্থায়ী প্রতিনিধি শামীম আহসান এবং জেনেভার আঞ্চলিক সরকার ও ইউনাইটেড নেশন্স কনফারেন্স অন ট্রেড এন্ড ডেভেলপমেন্ট (আঙ্কটার্ড)-এর প্রতিনিধিগণ বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।
তিনি বিশ্ব নেতৃবৃন্দের বিনিয়োগ শীর্ষ সম্মেলনে তার বক্তৃতায় মানবসম্পদ, তাদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে সঠিক বিনিয়োগের ওপর জোর দেন।
বিনিয়োগ ফোরামে তিনি বিশ্ব নেতৃবৃন্দ এবং এতে অংশ নেয়া দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন।
রাষ্ট্রপতি সেখানে তার প্যালেস অব রেসিডেন্সে প্রবাসী বাংলাদেশি ও ব্যবসায়ী সম্প্রদায়ের সাথে কুশল বিনিময় করেন এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে কাজ করার আহ্বান জানান।
এ সফরকালে রাষ্ট্রপতি আব্দুল হামিদ শীর্ষ সম্মেলনের বাইরে গত মঙ্গলবার গ্র্যান্ড হোটেল কেমপিনস্কি-এর প্লানারি হলে অনুষ্ঠিত ২০তম হোমল্যান্ড এন্ড গ্লোবাল সিকিউরিটি ফোরামের উদ্বোধনী অধিবেশনে ‘দ্য হার্ডেনিং অব ইন্টারন্যাশনাল রিলেশন্স : এ রিস্ক টু পিস এন্ড সিকিউরিটি’ বিষয়ে বক্তৃতা করেন।
রাষ্ট্রপতি তার বক্তৃতায় রোহিঙ্গা সংকট, সন্ত্রাসবাদ, সাইবার নিরাপত্তা, জীববৈচিত্র্যের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব, প্রাকৃতিক বিপর্যয়ের জন্য প্রস্তুতি এবং অপর কতিপয় আন্তর্জাতিক বিষয় বিশেষ করে শান্তি ও সংঘাতের ওপর গুরুত্বারোপ করেন।