বরিশাল
দেশ ও জনগণের উন্নয়নে নৌকা মার্কায় ভোট দিন : পংকজ নাথ
মেহেন্দিগঞ্জের শ্রীপুর ও আলিমাবাদ ইউনিয়নে দিনভর গণসংযোগ ও উঠান সভা করেণ বরিশাল-৪ আসনের মহাজোট মনোনীত প্রার্থী পংকজ নাথ। আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রীপুর ও আলিমাবাদ ইউনিয়নে গণসংযোগকালে নৌকা মার্কায় ভোট চেয়ে কয়েকটি উঠান সভায় পংকজ নাথ তার বক্তব্যে বলেন, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে দেশ ও জনগণের উন্নয়নে নৌকা মার্কায় ভোট দিন।
এসময় প্রার্থী পংকজ নাথ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বৈশাখী ভাতা, শ্রমিকদের মজুরী বৃদ্ধি, উপবৃত্তি প্রদান ও জেলেদের খাদ্য সহায়তা সহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা তুলে ধরেণ।
উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, শহীদ শাহ্, আবদুর জব্বার কানন, মাস্টার মমতাজুল হক, অ্যাড. দেলোয়ার হোসেন দিলু, শিক্ষক গিয়াস উদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারন সম্পাদক ইদ্রিস আলী বেপারী, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম জামাল মোল্লা, রফিকুল ইসলাম টেনু, পৌর কাউন্সিলর নুরুল হক জমদ্দার, ইউপি চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হারুন অর-রশিদ মোল্লা, ইউপি চেয়ারম্যান সামছুল বারী মনির, ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের ফরাজী, শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্য মাহামুদ বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক রাম কৃষ্ণ নাথ, যুগ্ম-আহবায়ক সুমন ফরাজী, জাকের পার্টির আওলাদ সিকদার, ইয়াছিন দুলাল, খান মোঃ রিয়াদসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।