বরগুনা
দৈনিক ইত্তেফাকের অবসরপ্রাপ্ত বিল কালেক্টরের ইন্তেকাল
বরগুনার বামনা উপজেলার পশ্চিম সফিপুর গ্রামের মরহুম সোনামদ্দিন খান এর পুত্র দৈনিক ইত্তেফাক পত্রিকার অবঃ বিল কালেক্টর মোঃ আবু সাঈদ খান (৭০) গত মঙ্গলবার ঢাকায় বাসাবোতে আত্মীর বাসায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি …. রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
বুধবার বামনা হাইস্কুল মাঠে মরহুমের জানাযায় নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন তাকে করা হয়। তার মৃত্যুতে বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন, সুপ্রীম কোর্ট বার এ্যাসেসিয়েশনের সাবেক সভাপতি এডঃ খন্দকার মাহবুব হোসেন, সাবেক সংসদ সদস্য সৈয়দ রহমাতুর ইরতিজা আহসান, বামনা প্রিন্ট মিডিয়া ফোরামের আহবায়ক ইত্তেফাক সংবাদদাতা প্রভাষক মোঃ হাবিবুর রহমান, বামনা প্রেসক্লাবের সভাপতি ওবায়দুল কবীর আকন্দ দুলাল, সম্পাদক মোঃ নাসির মোল্লা, সাংবাদিক মোঃ জাকির হোসাইন, সাগরকূল পত্রিকার সম্পাদক মোঃ নেসার উদ্দীন, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ সাইফুল ইসলাম সরোয়ার গভীর শোক প্রকাশ করেন।