পটুয়াখালী
নদীতে ঝাঁপ দেয়া কনস্টেবলের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাদক অভিযান শেষে ট্রলার নিয়ে ফেরার পথে নিখোঁজ হওয়া পুলিশ কনস্টেবল ফিরোজের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা ১১টায় গহিনখালী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, মাদক অভিযান শেষে পুলিশের একটি দল ট্রলার নিয়ে ফেরার পথে রোববার রাতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বুড়াগৌরাঙ্গ নদীতে জেলেদের একটি ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পুলিশবাহী ট্রলারটি ডুবে যাওয়ার উপক্রম হলে ট্রলারে থাকা একজন এএসআইসহ দুইজন কনস্টেবল নদীতে ঝাঁপ দেন। পরে ওই এএসআই ও এক কনস্টেবল তীরে এলেও কনস্টেবল ফিরোজ খান নিখোঁজ হন।
রাঙ্গাবালী থানার ওসি মিলন কৃষ্ণ মিত্র জানান, রোববার রাতে নিখোঁজ হওয়া পুলিশ কনস্টেবল ফিরোজের মরদেহ উদ্ধার করা হয়েছে।