Scroll
নলছিটির সাবেক উপজেলা চেয়ারম্যানকে প্রাননাশের হুমকী
নলছিটি উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জিকে মোস্তাফিজুর রহমানকে প্রাণনাশের হুমকী দেয়া হয়েছে।
ঝালকাঠি সদর থানাসূত্রে জানাযায়, নলছিটি উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জিকে মোস্তাফিজুর রহমান গত শনিবার রাতে থানা এসে অভিযোগ করেন, তার ০১৭১২-৬২৪৭৪৫ মোবাইলে সন্ধ্যা ৭:৪৭ মিনিটে অজ্ঞাতনামা এক ব্যক্তি অশ্লালীল ভাষায় গালাগালি ও প্রাননাশের হুমকী প্রদান করেন।
এ বিষয় ঝালকাঠি সদর থানায় একটি সাধারন ডাইরী করা হয়েছে। সেখানে তিনি উল্লেখ করেন, ঝালকাঠি শহরের মহিলা কলেজ রোডস্থ বাসায় অবস্থান করছিলেন। এসময় ০১৭৯১-২৭১৪৯৪ মোবাইল ফোন ব্যবহার করে তার ব্যবহ্নত ০১৭১২-৬২৪৭৪৫ মোবাইলে ফোন দেয়া হয়।
ফোন রিসিভ করলে অজ্ঞাতনামা কলদাতা তাকে ও তার কনিষ্ঠ ভাই অ্যাডভোকেট কেএম মাহাবুবুর রহমান সেন্টুর নাম উল্লেখ করে অকথ্য গালাগাল শুরু করেন। এসময় তার পরিচয় জানতে চাইলে, তাদের চিরতরে পঙ্গুসহ খুন, গুমের হুমকী প্রদান করা হয়।