জাতীয়
নাটোরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ১৩
নাটোরের বনপাড়ায় বাস-লেগুনা সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন শিশু, ৫ জন পুরুষ ও ৬ জন নারী। তারা সবাই লেগুনার যাত্রী। শনিবার বিকাল ৪টার দিকে ঢাকা-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম শামছুন নূর ঘটনাস্থল থেকে এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় আহত হয়েছেন ৩০ জন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, দুর্ঘটনায় ১৩ জন নিহত হওয়ার খবর শুনেছি। ঘটনাস্থলে ফায়ারসার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বিকেলে পাবনা থেকে যাত্রী নিয়ে চ্যালেঞ্জার পরিবহনের একটি বাস বগুড়ার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে লালপুর সাদিয়া ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লেগুনাকে ধাক্কা দেয়। লেগুনাটি পাশ্ববর্তী খাদে উল্টে পড়ে। এতে ১৩ জন নিহত হয়। নিহতরা সবাই লেগুনার যাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে। লেগুনাটি পাবনা থেকে বনপাড়ার দিকে যাচ্ছিল।
নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ জানান, শনিবার বিকাল পৌনে ৪টার দিকে উপজেলার ক্লিক মোড়ে নাটোর-পাবনা মহাসড়কে হতাহতের এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহত কারও নাম-পরিচয় বলতে পারেননি তিনি।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মহিউদ্দিন বলেন, বাসটি পাবনা থেকে নাটোর যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা লেগুনাকে চাপা দিলে ঘটনাস্থলেই লেগুনার ১০ যাত্রী নিহত হন। এছাড়া বাসটি রাস্তার পাশে উল্টে পড়লে বাসের ৩০ যাত্রী আহত হন।