চাকরী
নারী কর্মীরা ফ্রি লেবাননে যেতে পরবে
লেবাননে যেতে ইচ্ছুক এমন নারী কর্মীদের কোনো ধরনের অর্থ লাগবে না বলে জানিয়েছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
গত ২২ মার্চ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বরাত দিয়ে লেবাননে বাংলাদেশ দূতাবাস এ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে নারী কর্মীদের বিষয়ে এমনটি জানানো হয়েছে।
তবে, পুরুষ কর্মীদের লেবাননে বসবাসের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ঘোষণা বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করেছে। সেখানে বলা হয়েছে, পুরুষদের জন্য ১ লাখ ১৭ হাজার ৭৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যদি মন্ত্রণালয়ের নির্ধারিত ফি অনুযায়ী রিক্রুটিং এজেন্সি বা দালাল এর চেয়ে বেশি টাকা নেয়, সেক্ষেত্রে ওই কোম্পানির লাইসেন্স বাতিল এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
লেবাননে যেতে ইচ্ছুক এমন কর্মীদের কাছ থেকে যদি কোনো এজেন্সি নির্ধারিত অর্থের চেয়ে বেশি দাবি করে তাহলে সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানে জানানো জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: ডিএম/আমা